মি: ফুচকাওয়ালা
Amrin Talokder { Part - 02 }
অনেক মেয়ের প্রোপোজাল পেয়ে ছিলাম কিন্তু তাসফির মতো কাওকে এক দেখায় ভালো লাগেনি। কেন জানি না আজ খুব মনে পরে তাসফিকে, আজও কি তাসফি সিংগেল আছে, নাকি বিয়ে করে তার স্বামী সংসার সামলাতে ব্যস্ত।
এসব ভাবতেছিলাম এমন সময় এয়ারপোর্টের হর্নে আমার যে বিমানে ফ্লাইট, সেই বিামনের যাত্রীদের ডাকছে।
সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা যারা বাংলাদেশ এয়ার লাইনস বাংলাদেশ যাবেন তারা তারি প্রস্তুতি নেন, আর আপনাদের বিমানটি আর অল্প কিছুক্ষনের মধ্যে ছেরে যাবে।
Sad Love Story
সব চিন্তা ভাবনা পেলে তারাতারি সব কিছু চেক করে ভিতরে ডুকে পরলাম, আমাকে এগিয়ে দিতে আমার এখান কার বন্ধুরা এসে ছিল, তাদের কে ছেরে চলে যেতে ইচ্ছে করছিল না। কিন্তু কি করবো কোন এক অজানা টানে চলে যেতে ইচ্ছে করছে। চেয়েছিলাম যাকে প্রথম দেখায় ভালোবেসে ছিলাম তাকে না আপন করে যেই মাটি একবার ছেরেছি।
সেই মাটিদে আর পা দিব না। কিন্তু পারি নি নেজের সেই কথা রাখতে আজ অনেক বছর পর এই চির চেন মাটিতে ফিরে আসতে হচ্ছে, নিজে না চাইতেও যেতে হচ্ছে, এসে ছিলাম যেমন নিজের ইচ্ছের বিরুদ্ধে। ভবিষ্যৎ জিবন স্যাটেল করতে, আর যাচ্ছিও নিজের ভবিষ্যৎ জিবন সম্পুর্ন করে,
এখন তাহলে আপনার ভাবছেন তাহলে কেন নিজের ইচ্ছের বিরুদ্ধে, তাহলে শুনুন।
যখন বিদেশ আসি তখন আমি আসতে চেয়েছিলাম না, কিন্তু আমার মা তার কসম দিয়ে বলেছিল যে আমি যদি বিদেশ না যাই তাহলে তার মরা মুখ দেখবো, কি করবো আমার হাত পা যে বাধা ছিল, আমি পারিনি একটা কথা বলতে। পারিনি আমি তাসফিকে ভালোবাসি, তাসফিকে বিয়ে করে আমার জিবন সঙ্গী হিসেবে রেখে যেতে।
পারি নি আমি আমার মুখে বলতে তাসফি আমি তোমাকে ভালবাসি, আমি বিদেশ থেকে এসে তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ আমি পারিনি এই জন্য যে আমার মাকে আমি বড্ড ভালোবাসি, যার জন্য আমি আমার এক দেখার ভালোবাসাটাকে বলি দিয়ে চলে যাই বিদেশ।
আমি আমার মতো গুছিয়ে নিই আমার জিবন, কিন্তু এত গুছানোর পরও কেন যানি এই বকটা খালি খালি লাগতো, কেন জানি মনে পারতো আমি কিছু একটা হারিয়েছি। জানি না তাকে আর পাবো কিনা। জানি না সে আর আমার জন্য অপেক্ষা করবে কিনা। সে কি আমাকে ভালোবাসে কিনা জানি না আমি কিচ্ছু জানি না।
এগুলো মনে পরছে আর চোখ দিয়ে অঝোরে কান্না পরছে, অনেক অনেক খারাপ লাগছে এখন যা বলে বুঝাতে পারবো না আপনাদের।
এই সব ভাবতে ভাতবে আমাদের বিমান বাংলাদেশ এয়ারপোর্টে লেন্ড করে, আর অল্প কিছুক্ষনের মধ্যে বিমানটিও থেমে যাবে
Bangla Premer Golpo
দেখতে দেখতে বিমানটি থেমে যায়। আর আমি দীর্ঘ ৪ বছর পর বাংলার মাটিতে পা দিলাম। আজ কেমন যেন লাগছে, কোন কিছু কেমন যেন টানছে আমাকে। আমার মন যেন উথাল পাথাল করছে। জানি না এটা কিসের জন্য, কি অপেক্ষা করছে আমার জন্য। মনের ভিতর অনেক রকম ভয় কাজ করছে, প্রথম ভয় আমি তাসপিকে আগের অবস্থায় পাবো তো, নাকি তাসফি আমাকে রেখে অন্য কাওকে বিযে করে তার স্বামী সন্তান নিয়ে সংসার গুছাতে ব্যস্থ।
আর এই দিকে...
আমি চলে যাওয়ার পর
মিরা: কিরে তাসফি সেই ছেলেটার কি খবর, এত তারাতারি হাওয়া হয়ে গেল,
Related Story
তাসফি: জানি না রে, কিন্তু আমার বিশ্বাস হয়তো কঁন বিপদে আছে যার কারণে আসতে পারছে না। কেননা তাকে দেখে বুঝতে পারছি সে হয়তো সত্যি আমাকে ভালোবাসে, কিন্তু আসতেছে না কেন। কি হয়েছে ওর।
মিরা: দেখ তুই পাত্তা না দেওয়ায় হয়তো বা অন্য কোন মেয়ে পটিয়ে নিয়েছে।
তাসফি: না এমনটা আমরিন করবে না,আমার মন বলছে তার কোন সমস্যা কারণে আসেতেছে না।
মিরা: তাই তোর মন তো অনেক কিছুই বলে তাই না।
তাসফি: দেখ বেশি কথা বলিস না তো, এমনেই কেমন যেন লাগছে আর ও আসচ্ছে কাটা গায়ে নুন ছিটাতে।
মিরা : কেন ভালোবাসিস নাকি ছেলেটাকে???
তাসফি: জানি না তবে হয়তো আমি না চাইলেও আমার মন চায়।
মিরা: ওও,এটা কেমন কথা হলো তুই না চাইতেও তোর মন চায়।তোর মন চাইলে তো তুইও চাস তাই না।
তাসফি: জানি না প্লিজ আমাকে একা থাকতে দে।
Bangla Premer Golpo
মিরা আর কিছু না বলে চলে যায়। আর তাসফি ভাবতে থাকে কেন আমরিন আজ তির চার দিন ধরে আসে না, কি এমন হয়েছে, নাকি মিরা যা বললো তাই সত্যি। আচ্ছা মিরার কথা তো নাও সত্যি হতে পারে, মিরাও তো আন্দাজে সব বলছে। আচ্ছা আমি কি একবার আমরিনের বাসায় খোঁজ নিব। না কে কি ভাববে। তার বাবা মা যদি বলে আমি কে তাহলে কি উত্তর দিব।
নাহহহ কিচ্ছু আর ভাবতে পারছি না। কাওকে দিয়ে খোঁজ নিয়ে দেখবো কি কি হয়েছে আমরিনের।।ওমমমম হ্যাঁ আমরিনের চাচাতো বোন তো আমার বোনের বান্ধবী তাহলে তাকে বললেই হবে,
তাসফি: আচ্ছা হিয়া তোর বান্ধবীর নাম যেন কি?
হিয়া : কোনটার নাম বলবো??
তাসফি: ওই যে আমাদের পাশের এলকায় যে থাকে তার নাম টা।
তাসফিঃ ওহহহ ওর নাম তো প্রিয়া, কেন কি হয়েছে??
তাসপি : না কিছু হয় নি তবে তাকে কি একটু আমাদের বারিতে আসতে বলবি, দরকার ছিল একটু।
হিয়া : কি এমন দরকার আমাকে আগে বলো।তার পর বলবো।
তাসফি: তার কাছে তোর বিয়ের জন্য ছেলে দেখবো, যাহহ যেটা বলছি সেটা কর, আজই আসতে বল।
হিয়া: ওকে বলছি।
তার পর হিয়া তার বান্ধবীকে ফোন দেয়।
হিয়া: হ্যালো প্রিয়া,কি করিস।
প্রিয়া : হ্যাঁ এইতো বসে আছি তুই।
হিয়া: কিছু না, আচ্ছা আজকে এখন কি আমাদের বারিতে আসতে পারবি??.
প্রিয়া: কেন কিছু সমস্যা কিছু কি হয়েছে।
হিয়া: না তেমন কিছু না, তবে আপু কেন যেন তোকে আসতে বলছে কি জানি বলবে তোকে।
প্রিয়া: আপুুুু তাসফি আপু কি বলবে আমাকে,আমার নামে কি বলেছিস তুই। তুই জানিস না আমি তাসফি আপুকে ভয় পাই।
হিয়া: দেখ আমি কিছু বলিনি। তোকে আসতে বলছি আসেক, কিছু বললে আমি আছি না। তোকে কিচ্ছু বলবে না।
প্রিয়া: ওকে দারা আসতেছি।
প্রিয়া হিয়ার সাথে কথা বলে ফোন রেখে দিয়ে কিছুটা রেডি হয়ে হিয়াদের বারির দিকে রওনা দেয়।
হিয়াদের বারিতে যেয়ে প্রিয়া রীতিমত কাপতেছে,কেননা তাসফির দেখে প্রিয়া কেন যেন ভয় পায়।
তাসফি প্রিয়ার এই অবস্থা দেখে হেসে ফেললো।
তাসফি : আরে আমাকে ভয় পাও কেন হুমম, আমি কি বাঘ না ভাল্লুক।
প্রিয়া: না আসলে আপু আমি জানি না কেন এত ভয় পাই, তবে তোমাকে দেখলে আমার কেন জানি হাত পা কাপে।
তাসফি: ওহহ। আচ্ছা যে কারণে তোমাকে ডেকেছি, আচ্ছা তোমার চাচাতো ভাই আমরিন কি বারিতে আছে??
Also Read
Bangla Valobashar Golpo
প্রিয়া: কেন আপু??
তাসপি: তোমাকে যা বলতে বলছি সেটার উত্তর দাও!
প্রিয়ার অবস্থা বেগতিক, এমনেই অনেকটা ভয় পায়, তার মাঝে এভাবে ধমকাচ্ছে,
প্রিয়া: আআআপু ভাাাাাইয়াাা বাররিিতে নেইই। বিিিদেেশ চলে গেছেেে।
প্রিয়া রীতি মতো তোতলাচ্ছে।প্রিয়ার তোতলামো দেখে তাসফি হেসে দিছে,তাসফির হাসি দেখে প্রিয়া...
প্রিয়া: আপু হাসো কেন, আমার জান যায় অবস্থা আর তুমি হাসতেছো।
তাসফি: ও স্যরি, আচ্ছা এখন বলো কেন বিদেশ গেছে,
প্রিয়া : আসেলে আপু চাচি আম্মু তার ছেলেকে বিদেশ পরালেখ করাতে চায়। কিন্তু বাইয়া বিদেশ যেতে চায় না, এই নিয়ে তুমুল ঝগড়া করার পর ভাইয়া হেরে গেছে চাচির কাছে,
তাসফি: তোমার ভাইয়া বিদেশ যেতে চায় না কেন???
প্রিয়া: সেটা তো জানি না, তবে সে নাকি কাকে ভালোবাসে তাকে বিয়ে করে তার পর বিদেশ যেতে চেয়েছিল.
তাসফি : কাকে ভালোবাসে সেটা কি তুমি জানো??
প্রিয়া......................