Mukhosh
Mona Hossain { Part 13 } recap
রুহিকে রাজের মা শাড়ি পড়িয়ে রেডি করে দিয়ে নিচে নিয়ে এল রাজ নিচে বসে গেম খেলছিল।
রুহিকে দেখে রাজ হা করে রুহির দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে এটা মেয়ে না কোন হুর পরী।
রুহি আসতেই রাজ উঠে দাঁড়াল
রাজের মাঃ রাজ এত রাগারাগি ভাল না আমরা তো ভয় পেয়ে গেছিলাম। না জানি কি করছো তুমি।ভালবাসার মানিষকে শুধু ভালবাসলেই হয় না সম্মান ও করতে হয় আশা করছি পড়ের বার মনে রাখবা।
রাজঃ হুম এবার যাই মা...
রুহিও বিদায় নিয়ে নিল।
আর কিছুক্ষনের মধ্যেই ওরা ভার্সিটিতে পৌছে গেল রুহিকে আজকে একদম অন্যরকম লাগছে সবাই রুহির দিকে তাকিয়ে আছে।
এই ভাবে তাকিয়ে থাকার কারনে রুহির uneasy লাগছে।
রুহিঃ রাজ আমি রুমে যাই আজ ক্লাস না করি...
রাজঃ কেন কি হল?
রুহিঃ সবাই আমাকে এভাবে দেখছে কেন?
রাজঃ হা হা হা বোকা মেয়ে চল তো বলে রাজ রুহির হাতে ধরে নিয়ে যেতে শুরু করল ওদের দেখে মনে হচ্ছে যেন মেইড ফর ইচ আদার।
স্নেহা দৌড়ে এসে রুহির গালে হাত দিয়ে বলল কারো যেন নজর না লাগে কি মিষ্টি লাগছে গো তোমাকে। আর রাজ তুই যেভাবে নিয়ে আসছিস একদম পারফেক্ট মিষ্টার এন্ড মিসেস মনে হচ্ছে।
রাজঃ থেংক্স বেবি...যা তো ওকে নিয়ে ক্লাসে যা একা একা যেতে ভয় পাচ্ছে বেচারি।
স্নেহাঃ তুই নিয়ে যা আমার হাতে এই হুর পরীকে মানাবে না।
রাজঃ ছাড় তো আমার একটু কাজ আছে আসছি যা তোরা।
রুহি আর স্নেহাকে পাটিয়ে দিয়ে দিল।
তারপর রাজ কয়েকটা ছেলের কাছে গেল কারন রাজ বোঝেছিল এই ছেলেগুলি রুহির দিকে খারাপ ভাবে তাকিয়ে ছিল বলেই রুহি মন খারাপ করে রুমে চলে যেতে চেয়েছিল।
রাজ কোন কথা না বলেই ওদের মারতে শুরু করল। পিছনে চেঁচামেচি শুনে রুহি আবার ঘুরে এসে দেখল রাজ মারামারি করছে।
রুহি দৌড়ে গিয়ে রাজকে আটকে দিল।
রাজের রাগ তখনো কমে নি সে রুহিকে খেয়াল করে নি কেউ যে তাকে আটকে দিছে শুধু সেটা বোঝতে পেড়েছে।
রাজঃ আমার বউ এর দিকে তাকানোর সাহস হয় কি করে তোদের তো আজ আমি দেখে নিব।
রুহিঃ এই যে থামুন প্লিজ কে কার দিকে তাকিয়েছে?
এতক্ষনে রাজের,রুহির দিকে নজর পড়ল,
রাজঃ এই তোকে তো আমি ক্লাসে যেতে বলেছিলাম,তুই এখানে কি করছিস?
রুহিঃ চুপ করে মাথা নিচু করে নিল।
রাজঃ এই জবাব দে। কিরে নিচে তাকিয়ে আছিস কেন?তাকা আমার দিকে আমাকে কি মানুষ মনে হয় না? নাকি আমার কথা কানে ঢুকে না কোনটা?
রুহিঃ জানতাম এমনটাই হবে ঘরের ভিতরে ভালবাসা দেখানোটাকে ভালবাসা বলে না বলেই রুহি কেঁদে ফেলল আর সেখান থেকে চলে যেতে চাইল।
Related Story
রাজ রুহির হাত ধরে আটকে দিয়ে বুকের সাথে মিশিয়ে বলল,তুই করে বলেছি সেটা চোখে পড়ল আর তুমি বলার আগেই যে বোঝেছি কেন তোমার মন খারাপ হয়েছে সেটা চোখে পড়ে নি তাই না? জান আমি যে রাগ কন্ট্রোল করতে পাড়ি না বোঝ না সেটা? তুমি আমায় না বোঝলে কে বোঝবে বলোতো?
রুহির চোখ মুছে দিয়ে বলল এই দেখো হাত জোর করে বলছি, রাজ চৌধুরী আজ সবার সামনে কারো কাছে হাত জোর করে কিছু চাইছে আমার কথার বিরুদ্ধে কিছু করো না প্লিজ। আমি মানতে পাড়ি না জান।
রুহিঃ আমার কথাও শুনবা তাহলে?
রাজঃ যতক্ষন না রাগ উঠছে ততক্ষন তোমার কথার বাইরে ১ পা ফেলব না প্রমিজ।
রুহিঃক্লাসে চলো।
রাজ,রুহির সাথে ক্লাসে চলে গেল।
স্যার ক্লাসে এসে একটা খবর দিল যেটা শুনে রাজের মন খুশিতে ভরে গেল.....
রুহিরো বেশ ভাল লাগছে.....
ক্লাসের সবাই খুশি সবাই এক্সাইটেড....