Golperjogot Status

Golperjogot

40+ FB Sad Status Bangla: Share Your Sadness with Your Friends

40+FB Sad Status Bangla: Share Your Sadness with Friends

If You Are Searching for fb Sad Status Bangla , Sad status with Images, Bangla Sad status  Related Content Then You are in the Right Place. Here You Will Find SMS, Quotes, Message, Love Message ETC. We Are Providing the Best Collection of Sad Love SMS


Sad Status Bangla



চীলেকোঠার একটা ঘর চাই। যেই ঘরে কোন দু:খ নাই।
তুমি আর আমি, আমাদের ছোট্ট সংসার! বেশ, আমার আর কিছু চাওয়ার নাই।

বন্ধু তুমি কেমন আছাে
জানতে ইচ্ছে করে।
হাজার স্মৃতির মােড়ক এসে
মনে বাসা গড়ে।
যেখানেই থাকো বন্ধু
অনেক ভালাে থেকো।
আমাকে যদি পড়ে মনে
SMS দিয়ে ডেকো

যদি কষ্ট গুলো বিক্রি করা যেতো, তাহলে পৃথিবীর সব চাইতে ধনী ব্যক্তি হতাম আমি!


ঝরে যাওয়া পাতা জানে।
স্মৃতি নিয়ে বাঁচার মানে।
হয়তাে আমি ঝরে যাবাে
সময়ের তালে তােমার মনে |


আমি যতই বড় হচ্ছি আমি একা থাকতে
আরও বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছি।


আমি আর একাকীত্বে ভয় পাইনা। একাকীত্ব আমায় ভালোবাসে। আমি ভালোবাসি। তাইতো এতোগুলো বছরেও আমাদের মাঝে কেউ আসতে পারলোনা।


Fb Sad Status Bangla


তুমি বেঁচে থেকো তোমার সকল
ভালোলাগার কারণ গুলো নিয়ে,
আমি না হয় বেঁচে থাকবো
তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে।

Read More  Bangla Good Morning Sms For Friends | Good Morning Status


একাকিত্বের মধ্যে শান্তি খুঁজে
পাওয়া আপনাকে কখনই ক্লান্ত
করবে না।


যে ধোঁকা দেয়,
সে চালাক হতে পারে!
তবে যে ধোঁকা খায়,
সে বােকা নয়, সে বিশ্বাসী!

আসছে সময় হাওয়ার মতো,
ভাসছি আমরা স্রোতের মতো।
একটু বালি একটু কাঁকর,
আঘাত অনেক মনের উপর।
সব ভুলে যাই তখন,
যখন, বন্ধু পাই তোমার মতন।


যারা আপনাকে মূল্য দেয় না
তাদের সাথে দাঁড়ানোর চেয়ে
একা দাঁড়িয়ে থাকা ভাল।


শুধুমাত্র বন্ধুত্বের অভাব ই একাকীত্ব এনে দেয় না; একাকীত্ব প্রকৃতপক্ষে লক্ষ্যের অভাব থেকে জন্ম নেয়।


Best Friend Sad Status


ঘুম থেকে উঠে প্রীয় মানুষ গুলোর কাছ
থেকে শুভ সকাল পাওয়ার মজাটাই আলাদা,
বাট আমার মত হতভাগার জীবনে সেটা হল না ।


তুমি যদি একটিবার বলতে আমায়,
আমি সব মায়া ত্যাগ করে কবেই চলে যেতাম!
যদি একটিবার বলতে ভালোবাসনা,
আমি তো কবেই তোমায় মুক্ত করে দিতাম!

চিৎকার করে কখনও নিজেকে
নির্দোষ প্রমাণ করা যায়না!
মাঝে মাঝে চুপ থাকতে হয় !



মধ্যবিত্ত ঘরের ছেলের পকেট
ভর্তি টাকা থাকেনা!
মাথা ভর্তি টেনশন থাকে !

ভাগ্যের কাছে নয় , 
হেরে গেছি  বিশ্বাসের কাছে ।

Do you want to share your sadness with your friends on Facebook? If so, then you need to check out this blog post! Here, you'll find a collection of FB sad status in Bengali that you can use to express your feelings in a way that is both genuine and relatable. So what are you waiting for? Start sharing your sadness today!


 Sad Bangla Status


মায়া বড়ই অদ্ভুত না দেয় ভুলতে না দেয় ভালো থাকতে।


কখনও কখনও আপনাকে একা
থাকতে হবে। নিঃসঙ্গ হওয়ার জন্য নয়,
নিজের অবসর সময়টাকে উপভোগ
করার জন্য।

চিন্তা নেই প্রিয়, আমি আর ফিরবো না তোমার ঐ অভিনয়ের শহরে।

আমার আমি কখন তোমাতে হারিয়ে গেছি বুঝতেই পারিনি। তোমাতে বিভোর হয়ে আমি নিজেকে কখন বিলীন করে দিয়েছি, সেটাও বুঝতে পারিনি।

 সেই জিনিসটি মানুষকে স্বতন্ত্র করে যেটি অবধারিতভাবে তাকে একাকীত্বে নিমজ্জিত করেছিল।

মানুষ তখনই কাঁদে ,
যখন তার মনের সঙ্গে লড়াই করে 
হেরে যায় ।


 Sad love Bangla Status



একাকীত্ব অপরের দ্বারা সৃষ্টি হয় না। এটি তখনই তৈরি হয় যখন নিজের অন্তঃসত্ত্বা বলে যে ,”তোমার জন্য ভাবার এ জগতে কেউ নেই”।


সমাজবদ্ধ জীব মানুষ কখনো একা বেঁচে থাকতে পারে না তাই প্রায় প্রত্যেক মানুষের সঙ্গীর প্রয়োজন হয় ।


যারা একাকীত্ব সহ্য করতে পারে
শুধুমাত্র তারাই একাকীত্বকে
জয় করতে পারে।

যে আমার মনের খবর রাখেনা, তার আমার জীবনের খবর রাখার প্রয়োজন নেই।

কাউকে বাধ্য করোনা
কথা বলার জন্য!
তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও
তাদের ছাড়া তুমিও থাকতে পারো!

Final Word of Bangla Sad Caption

আসা করছি ওপরের  Sad Status Bangla গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন । আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ । আমরা চেষ্টা করব আপনাদের ভালো কিছু দেওয়ার 

আমাদের পোস্ট গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়। তাই আপনার পছন্দের Shayari, Quotes,caption, Status, Jokes, SMS পেতে আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন।

Visit Also

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Home
Stories
Status
Search
Scroll to Top
Skip to content