Golperjogot

Golperjogot

Bangla Premer Golpo Tomar Amar Prem Part 5 Love Story

তোমার আমার প্রেম – ভালোবাসার গল্প

Imtihan Imran [ Part – 05 ]

সিজান উঠে ফ্রেশ হতে যায়। সিজান যে এই বিষয় নিয়ে কথা বলতে চায় না, তা দেখে আয়ান হেসে দেয়।

সিজান ফ্রেশ এলে দুই বন্ধু ঘুরতে বের হয়ে যায়।
তাদের সাথে আইরিনও যোগ দেয়।

আয়ান,আইরিন তাদের গ্রামের এটা ওটার সাথে সিজানকে পরিচয় করিয়ে দিচ্ছে। সিজানও না জানার না ছিনার অনেক কিছু জেনে নিচ্ছে ছিনে নিচ্ছে।

” ভাই আসলেই তোদের গ্রাম টা অনেক সুন্দর।
এমন সুন্দর জানলে, আরো কয়েকবার তোর সাথে চলে আসতাম। (হেসে)
” সমস্যা নাই। এখন থেকে চলে আসিয়েন।

Bangla Premer Golpo

” আমি তো তোরে আরো অনেকবার আসতে বলেছি। তুই আসিস না। এবারও তো আসতি না। জোর করেই এনেছি।

” জোর করে এনেছিস ভালো করেছিস। তাহলে অনেক কিছুই মিস হয়ে যেতো।
” ভাইয়া উনাকে জোর করে আনতে হচ্ছে কেনো? উনি কেনো আসতে চান না।
” এমনি আসতে চাইছিলাম না। কোনো কারন নেই।
” কারন তো নিশ্চয় আছে। বন্ধু দাওয়াত দিচ্ছে,অথচ আপনি তা গ্রহন করছেন না।

সিজানের চোখ হঠাৎ একটা নদীতে আটকে যায়। ঘাটে নৌকা বাঁধা। এখানে নৌকাও চলে?

” দোস্ত এখানে নৌকা। নৌকা কি ঐ পাড়ে যাওয়া হয়?
” হ্যাঁ, যাবি।
” কী আছে ওখানে?
” ঐ পাড়ে দোকান পাঠ আছে। এবং সপ্তাহে দুইদিন বাজার বসে।
” বাজারে যামু না। কিন্তু নৌকা ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করতে চাই।
” আচ্ছা চল তাহলে।

” এই এই আপনি সাঁতার জানেন।
” নৌকা ভ্রমণের সাথে সাঁতার জানতে হবে কেনো?
” ওমা, নৌকা থেকে পড়ে গেলে?
” পড়বো কেনো? আপনাকে ঝাঁপটে ধরে বসবো ,পড়ার সম্ভাবনা নেই। (রসিকতা করে)
” আপ্নি তো ভালোই রসিক মানুষ।
” তাই..জানতাম না তো। (হেসে)

তিন জনেই একটা নৌকা ভাড়া করে, নৌকা ভ্রমণের জন্য। মাঝি বৈঠা দিয়ে নৌকা বাইতে শুরু করে।

Bangla Golpo

আইরিন তার মোবাইল টা বের করে সেলফি তোলার জন্য। আইরিন প্রথমে নিজের আর আয়ানের এলটা সেলফি তুলে নেয়।

” ভাইয়া হাসি দে তো।

আয়ান হাসি দিলে আইরিন ক্লিক করে একটা সেলফি তুলে নেয়।

” এবার আপনিও আসেন, আপনার সাথে সেলফি তুলবো।
” আচ্ছা।

সিজান আয়ান পিছনে,আইরিন সামনে থেকে সেলফি তুলে নেয়। নৌকা গিয়ে পাড়ে পৌঁছে যায়। সবাই সাবধানে আস্তে আস্তে নেমে পড়ে।

এই পাড়ে অনেক দোকানপাঠ দেখা যাচ্ছে।।আশেপাশে বাড়িও দেখা যাচ্ছে। তেমন কোলাহল নেই।

” কিরে তুই না বললি এ পাড়ে বাজার বসে? কোথায় বাজার?
” আরে সপ্তাহে দুদিন বসে বলছি। প্রতিদিন না, আজেক না।
” ও আচ্ছা।

” ভাইয়া চল সাদেক ভাইয়ের রেস্টুরেন্টে গিয়ে কফি খেয়ে আসি। উনার কফি দারুন হয়।
” এখানে কফিও পাওয়া যায়।
” ফাটাফাটি কফি পাওয়া যায়। আসেন।

রেস্টুরেন্টের সামনে সাইনবোর্ডে লেখা আছে সাদেক রেস্টুরেন্ট এন্ড কফি স্টোর। ভিতরে ঢুকে তিন কাপ কফির অর্ডার দেওয়া হয়।

কফি এলে আইরিন সিজানকে বলে,

” নেন, খেয়ে দেখেন সুনাম না করে পারবেন না। (হেসে)

সিজান কফির মগে চুমুক দেয়। সত্যি তো একদম ডিফারেন্ট স্বাদ। সিজান এরকম কফি আগে কখনো খায়নি। সত্যি অসাধারণ, সুনাম পাওয়ার যোগ্য।

” কী? কেমন, বলেন তো?
” সত্যি দারুন।
” বলেছিলাম। (হেসে)

কফির আড্ডা শেষে তারা বাড়ি ফিরে আসে। তখন প্রায় সন্ধ্যা হয়ে এলো।

সিজান বাগানের দোলনায় বসে বসে পা দুলাচ্ছিল। তখনি ফোন টা বেজে উঠল।

” ভালো আছেন।
” আলহামদুলিল্লাহ, তুমি।
” আমিও। কী করছেন? আমি ফোন না দিলে তো আপনি আমার খোঁজ খবরও নিতেন না।
” না তেমন কিছু না। গ্রামে প্রথম বার এলাম। তাই একটু ঘুরে ফিরে দেখছি।
” তা কী কী দেখলেন, বলেন তো।

Bangla Valobasar Golpo

” অনেক কিছুই দেখলাম। তাছাড়া আজকে নৌকা ভ্রমণও হয়ে গেলো। অনেক ভালো লাগছে।
” কি বলেন, নৌকা ভ্রমণ। দারুন সময় কেটেছে তাহলে।
” একদম। তোমার সময় কীভাবে কাটছে বলো তো?
” আমি বসে শুয়ে সবার সাথে আলাপ করেই সময় কাটালাম।
” কারো সাথে গ্রাম ঘুরে দেখলেই তো পার।
” আচ্ছা দেখি কার সাথে ঘোরা যায়। আচ্ছা রাখি। নীলা ডাকছে।
” ওকে বাই।

” একা একা বসে দোল খাচ্ছেন?
” আপাতত একাই খাচ্ছি। আপনি খেতে চাইলে বস্তে পারেন।

আইরিন ধপ করে সিজানের পাশে বসে, তেজি শুরে বলে,

” এই যে শুনেন আমাকে এভাবে আপনি আপনি বলবেন না। আমি এখনো বুড়ি হয়ে যায়নি। বা আপনিি মুরব্বিও না। আমি আপনার ছোট। আমাকে তুমি করে বলবেন।

” আচ্ছা আচ্ছা বলবো। কি তেজ!
” তো বলেন দেখি, শুনি।
” তুমি..

Click Here For Next Part- চলবে…

Writer- ইমতিহান ইমরান

Leave a Comment